কোচবিহার (Mamata Banerjee) সংসদীয় আসনে তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া র সমর্থনে দিনহাটা সংহতি ময়দানে শুক্রবার কোচবিহার জেলা তৃণমূলের উদ্যোগে আয়োজিত হয় জনসভা।(Mamata Banerjee) শুক্রবারের দুপুর বারোটা নাগাদ মঞ্চে বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়।
বক্তব্যের শুরুতেই তিনি (Mamata Banerjee)উপস্থিত সকলকে ঈদ, নীল ষষ্ঠী, চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দিল্লীর নেতাদের ভোট পাখী সম্বোধন করে বলেন এরা ভোট এলেই দিল্লী থেকে বাংলায় আসেন ভোট চাইতে, ভোট মিটে গেলে এদের আর দেখা মেলেনা। কোচবিহার আসনে দলীয় প্রার্থী জগদীশ বসুনিয়া কে নিপাট ভদ্রলোক আখ্যা দিয়ে বিজেপি প্রার্থীকে দানব দস্যুর সাথে তুলনা করে বলেন এই প্রার্থী প্রচুর মামলায় অভিযুক্ত। বিজেপি তৃণমূলকে চোর বলে, তৃণমূল চোর হলে বিজেপি হলো মাফিয়া।
বিজেপি কেন্দ্রীয় এজেন্সি এন আই এ, ই ডি, আয়কর দপ্তর দিয়ে বাংলার সংখ্যালঘু সহ রাজবংশী সম্প্রদায়ের মানুষের মধ্যে ভীতির পরিবেশ সৃষ্টি করে চলেছে। মানুষে মানুষে বিভেদ তৈরি করে সামাজিক পরিবেশ বিষিয়ে তুলছে বিজেপি।কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান এর জন্য রাজ্য সরকার নির্বাচন কমিশনের অনুমতি প্রার্থনা করলেও কেন্দ্রীয় নির্বাচন কমিশন আদর্শ আচরণ বিধির উল্লেখ করে অনুমতি মঞ্জুর না করে দুর্গতদের সহায়তা প্রদান বন্ধ করে দিলেও জেলা প্রশাসন দুর্গতদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন৷ বিজেপির বাংলা বিরোধিতা রুখতে ঊনিশে এপ্রিল ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে বোতাম টিপে জগদীশ বসুনিয়া কে জয়ী করার আহবান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে ইতি টানলেন৷