আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে (Mamata Banerjee) বুধবার হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার ইছাপুর জলের ট্যাঙ্ক থেকে পিলখানা মোড় পর্যন্ত এক বিশাল রোড শোয়ে অংশগ্রহণ করেন।
(Mamata Banerjee) গ্রীষ্মের প্রখর দাহদাহকে উপেক্ষা করে এই রোড শোকে কেন্দ্র করে রাস্তার দু’পাশে অগণিত মানুষের ভিড় উপচে পড়ল। এক সময় এই রোড-শো জনপ্লাবনে পরিণত হল। মুখ্যমন্ত্রী তাঁর যাত্রাপথের দু’পাশে অসংখ্য অনুরাগীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। অনেক মহিলা ও কিশোরী তাঁর সঙ্গে হাত মেলালেন। তাছাড়াও তিনি দু’হাত জড়ো করে ও হাত নেড়ে দু’পাশের বাড়ির মানুষদের প্রণাম ও শুভেচ্ছা জানালেন। বেশ কয়েকটি ক্ষেত্রে তিনি নিরাপত্তা বেষ্টনী ভেদ করে রাস্তার দু’পাশের মানুষদের কাছে পৌঁছে গেলেন।
তখন নিরাপত্তা রক্ষীদের আস্ত-ব্যস্ত হতে দেখা গেল। কয়েকটি জায়গায় শিশু ও কিশোরীরা এসে তাঁকে প্রণাম করল। এক জায়গায় একটি কিশোরী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তার খাতা বাড়িয়ে দেয়। মুখ্যমন্ত্রী সেখানে বেশ কিছুক্ষণ ধরে সেই খাতা নিরীক্ষণ করার পর খাতায় তাঁর অটোগ্রাফ দিয়ে কিশোরীটিকে আদর করে আবার হাঁটা শুরু করলেন। একটি জায়গায় মুখ্যমন্ত্রী এক মায়ের কোলের শিশু সন্তানকে নিজের কোলে তুলে নিলেন। এদিন তৃণমূল প্রার্থী ছাড়াও তাঁর সঙ্গে ছিলেন তিন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন ও অরূপ রায়।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper