উত্তর ২৪ পরগনার (khajur)বসিরহাটের হাসনাবাদ ব্লকের পাটুলি খান পুর গ্রাম পঞ্চায়েতের বেনা গ্রামের আব্দুল হামিদ মন্ডল, তার ছোট থেকে স্বপ্ন ছিল। (khajur)আরব থেকে খেজুর বীজ নিয়ে এসে তার বাড়িতে রোপন করবে।সেই জন্য ছোট থেকেই বাবা মা স্কুলে যাবার সময় খাবার খাওয়া যে টাকা দিতো সেই টাকা জমিয়ে রাখত।বহুদিন পর তার স্বপ্ন পূরণ হলো।ঐ গ্রাম থেকে বেশ কিছু মানুষ আরবে হজ করতে গিয়েছিলেন তাদের কাছে আরব থেকে মরিয়াম খেজুরের বীজ আনার টাকা দেয়। তার মনে একটাই প্রশ্ন ছিল আমাদের ভারতের মাটিতে এই খেজুর গাছ হওয়া কি সম্ভব ?
আব্দুল হামিদ মন্ডল জানান, তিনি অটো গ্যারেজে কাজ করতেন, হাজি সাহেবের মাধ্যমে বীজ নিয়ে এসে চারা তৈরি করেন, তিনি গ্যারেজের কাজ কম করে ও খেজুর গাছের দিকে বেশি সময় দিতেন। তার স্ত্রী জানান সংসার চালানোর টাকা চুরি করে খেজুর গাছের সরঞ্জাম যেমন তেল ,সার প্রভৃতি কিনে আনেন। প্রচুর পরিশ্রম করে ৩০টির অধিক খেজুর গাছ লাগন , তিন বছর পর গাছে ফলন দেখা দেয় এতে খুশি হলেন আব্দুল হামিদ মন্ডল ও তার পরিবারের লোকজন। দূর দুরান্ত থেকে এই খেজুর দেখার জন্য ভিড় জমাচ্ছেন তার বাড়িতে। গ্রামবাসীর এই খেজুর খেয়ে খুব প্রশংসা করলেন। বাড়ির সবাই জানালেন আমাদের গাছে খেজুর গাছে ফলন ধরার পর আমরা সকলেই ভীষণ খুশি।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper