বুধবার জলপাইগুড়ি (BJP) ময়নাগুড়ির আমগুড়ি অসহায় পরিবারটির সাহায্যে এগিয়ে এল বিজেপি। (BJP) উল্লেখ খবরে প্রকাশ আমগুড়ির চাপগর গ্রামে রয়েছে লক্ষীমোহন রায়ের পরিবার। পরিবারটি খুবই অস্বচ্ছল। বাশ খর দিয়ে বাড়িটি তৈরি।। একটি মাত্র ঘর। হাওয়া বাতাসের দিনে কখন যে ভেঙ্গে পরে বা উড়িয়ে নিয়ে যায় তার ঠিক নাই। এই ভয়ে ঘরের মধ্যে চৌবাচ্চার মতো গর্ত করে সেখানেই বসবাস করছে এই অসহায় পরিবারটি। দুয়েক দিনে খবর হতে প্রশাসন নড়ে চরে বসে।। এরকম পরিবার সরকারি আবাসের যোগ্য। জেলাশাসক মৌমিতা গোদারাবসু সেখানকার বিডিও তরিঘরি অসহায় পরিবারটির পাশে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আজ বিজেপির পক্ষ থেকে জেলা সভাপতি বাপি গোস্বামীর নেতৃত্বে কিছু চাল ডাল তেল নুন যাবতীয় সাহায্যের হাত বাড়িয়ে দেন।
BJP: ময়নাগুড়ির অসহায় পরিবারের সাহায্যে এগিয়ে এল বিজেপি
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি