শনিবার (Cpim) জলপাইগুড়ির ময়নাগুড়ি বোলবাড়ি হাটে গনস্বাক্ষর অভিযান করল সিপিআইএম কর্মীরা। জানা যায় রাজ্যের দুর্নীতি ও দুর্নীতি গ্রস্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে এই স্বাক্ষর অভিযান বলে জানায় সিপিআইএম। আর এই স্বাক্ষর সম্বলিত চিঠি দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির নিকট পাঠানো হবে বলে সিপিএম সূত্রে জানানো হয়।
Cpim: ময়নাগুড়িতে গন স্বাক্ষর অভিযান সিপিআইএমের
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper