সবসময়ই ব্যতিক্রমী কিছু করেই চলেছেন টলিপাড়ার আলোচিত নায়িকা মনামী ঘোষ। টলি ইন্ডাস্ট্রিতে এমন খুব কমই অভিনেত্রী আছেন যাদের বয়স বাড়ছে না দিন দিন কমছে তা বোঝাটা মুশকিল। সেই তালিকায় সবার আগেই রয়েছেন মনামী ঘোষ। নেটদুনিয়ার হট সেনসেশন মনামীর ভিডিও দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন ভক্তরা।ভক্তদের ধরে রাখতে নিয়মিত কিছু না কিছু করেই থাকেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ টলি নায়িকা । অভিনেত্রীর কর্মকান্ডে মুগ্ধ সাইবারবাসী। মনামীসম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি শর্ট ভিডিও শেয়ার করেছেন। ভিডিও তে লাল ও সাদা রঙের শাড়ি পরে বঙ্গনারীর বেশে ঝড় তুলেছেন মনামী ঘোষ। যেখানে দেখা যাচ্ছে চেয়ারে বসে বইয়ের পাতায় চোখ বোলাচ্ছেন নায়িকা, মাটিতে বিছানো সাদা ও লাল ফুল। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘তুমি রবে নিরবে হৃদয়ে মম’। অভিনেত্রীর চোখের ইশারায় প্রেমে পড়তে বাধ্য হবেন আপনিও। লাইক ও কমেন্টে ভরে গেছে সোশ্যাল মিডিয়ার পাতা। অভিনেত্রীর লুকে পাগল হয়েছেন তার অনুরাগীরা। লাইক ও কমেন্টের সংখ্যাও হু হু করে বাড়ছে। বঙ্গনারীর বেশে উত্তাপ বাড়িয়েছেন টলিপাড়ার অভিনেত্রী Iকখনও কোমরের বক্ররেখা তো কখন উন্মুক্ত বক্ষ-বিভাজিকা মনামী ম্যাজিকে সরগরম পেজ থ্রি-র পাতা। মারকাটারি চাবুক ফিগারে ফ্যাশন বোদ্ধাদের মন জয় করেছেন অভিনেত্রী। এই প্রাণবন্ত আবেদনময়ী মনের মানুষ যার হাসিতেই নতুন করে প্রেমে পড়বেন আপনিও। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ধরে রাখতে ফ্যাশন গোল দিয়েই চলেছেন মনামী।
Tags Monami Ghosh
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper