অভিনেত্রী মৌনি রায়কে নিয়ে উত্তেজনার শেষ নেই বলিউডে। এই সুন্দরী ডিভার সবটা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। বিয়ের পর থেকে মৌনি রায়কে নিয়ে মাতোয়ারা বি-টাউন তথা অনুরাগীরা। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সূরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনি রায়ের বিয়ের পর থেকেই তাদের প্রতিটি আপডেট জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা Iবলিউডের প্রথমসারিতে ইতিমধ্যেই নিজের নাম পাকাপোক্ত করে নিয়েছেন এই বঙ্গতনয়া। যার শরীরের আদায় মুগ্ধ নেটবাসীরা। মৌনি রায়ের শরীরী মোচড়ের ছবি ক্রমশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এককথায় বলিউড মাতিয়ে রেখেছেন বাঙালি কন্যা মৌনি Iকাশ্মীরে গিয়ে একাধিক ছবি শেয়ার করেছেন মৌনি রায়। তবে শুধু বরফে ঘেরা কাশ্মীরেই নয়,সমুদ্র থেকে সুইমিংপুলের ধারে ক্রমাগত উষ্ণতা ছড়িয়ে চলেছে মৌনি । সিজলিং লুকে নিজের একগুচ্ছল ছবি শেয়ার করে মৌনি লিখেছেন, টেক মি ব্যাক। কারণ এই গরম আর সহ্য করতে পারছেন না মৌনি, তাই বরফের দেশেই ফিরে যেতে চাইছেন অভিনেত্রী I হু হু করে ভাইরাল হয়েছে মৌনির উষ্ণ ছবিগুলি I