উত্তর ২৪ পরগনা (Murder) বসিরহাটের বাদুড়িয়া থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খাসপুর গ্রামের ঘটনা।,(Murder) বছর ৩৫ এর সন্দীপ পাল দীর্ঘদিন ধরে স্ত্রী মৌসুমী পালের সঙ্গে পারিবারিক দাম্পত্য কলহ গন্ডগোলের জেরে দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। (Murder)এই নিয়ে একাধিকবার সালিশি সভা বসলেও কোন সমাধান সূত্র পাওয়া যায়নি।
আজ বুধবার ভোররাতে স্ত্রী মৌসুমী ও বছর ৮ এর কন্যা সন্তান সৌমিলি পাল কে কুপিয়ে খুন করে বাড়ি থেকে কাছেই হাবড়া থানায় গিয়ে আত্মসমর্পণকরে খুনি পিতা।এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে। তারপর হাবরা থানা থেকে খবর দেওয়া হয় বাদুড়িয়া থানাকে সঙ্গে সঙ্গে বাদুড়িয়া থানার পুলিশ আধিকারিক অনিমেষ দাঁ এর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে মৃত দেহ দুটি উদ্ধার করে বাদুড়িয়ার রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর শশুর সন্ন্যাসী পাল ও শাশুড়ি কে আটক করেছে বাদুড়িয়া থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা যায় গতকাল মঙ্গলবার ওই আট বছরের শিশু মৌলালি পালের জন্ম দিন ছিল। সেই উপলক্ষে বাড়িতে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তারপরেই এই দুর্ঘটনা ঘটলো। এই ঘটনার পেছনে অন্য কোন কারণ আছে কিনা ক্ষতিই দেখছে বাদুড়িয়া ও হাবরা থানার পুলিশ। তবে মৃতার বাবা সুবল পাল জানাচ্ছেন, বিয়ের পর থেকে অতিরিক্ত পণের দাবিতে একাধিকবার। মেয়ে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে এসেছিল তার পরেও সে সংসার করতে পুনরায় শ্বশুর বাড়িতে যায় তারপর বেশ কিছুদিন বাদে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তারপর থেকে মানসিক ও শারীরিক নির্যাতনের মাত্রা দিনে দিনে বাড়তে বাড়তে অবশেষে দুজনের প্রাণ দিতে হলো। আমি এর কঠিনতম শাস্তি চাই।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper