উত্তর ব্যারাকপুর পৌরসভার (Barrackpore) অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডে ঘোষপাড়া রোড এর ওপর নবাবগঞ্জ মোড়ে ভেঙে পড়ল পরিতক্ত বাড়ি। একদিকে ভারী বর্ষণ আর অন্যদিকে (Barrackpore) সংস্কারের অভাব যার ফলে ভেঙ্গে ফেলল বাড়ির একাংশ। এই বাড়িতে প্রায় সাতটি পরিবারের বসবাস প্রত্যেকে ভাড়ায় থাকেন। একাধিকবার এই বাড়ির মালিক কে জানানোর পরেও কোনরকম সদুত্তর মেলেনি। এমনকি পৌরসভা বিপদজনক বাড়ি হিসেবে ও ঘোষনা করার পরেও পৌরসভার সাথে কোন রকম যোগাযোগ করেননি বাড়ির মালিক। যার ফলে আজ হঠাৎ এই ভারী বর্ষণে বাড়ির একাংশ ভেঙে যায়। দুর্ঘটনায় কারোর কোন হতাহতের খবর না থাকলেও বাড়ির যেভাবে সংস্কারের অভাব দেখা দিয়েছে তাতে আতঙ্ক বাড়াচ্ছে পরিবারদের। এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান এবং পৌর পিতা পৌর মাতা এবং স্থানীয় পুলিশ প্রশাসন।
Barrackpore: নবাবগঞ্জ মোড়ে ভেঙে পড়ল পরিতক্ত বাড়ি
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, ব্যারাকপুর