জীব সেবাই শিব সেবা। স্বামীজীর এই মহান ব্রতকে সামনে রেখেই এগিয়ে যেতে বদ্ধপরিকর নোয়াপাড়া থানার আইসি পার্থ সারথি মজুমদারের সহধর্মিণী সংগীতা মজুমদার। জনসংযোগ বাড়াতে নোয়াপাড়া থানার পক্ষ থেকে সেবামূলক কাজ করা হয়ে থাকে। থানার পুলিশ কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন সংগীতা দেবী। সংগীত শিল্পী সংগীতা দেবীর লক্ষ্য, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখা। করোনা কালে টানা ৯০ দিন অসহায় মানুষজনের মুখে অন্ন তুলে দিয়েছিল নোয়াপাড়া থানা। তাছাড়া ঈদ কিংবা দুর্গাপুজোয় দুঃস্থ মানুষজনকে নতুন বস্ত্র উপহার দেওয়া হয়েছিল। পুজো কমিটিগুলোকে উৎসাহ জোগাতে শারদ ও জগদ্ধাত্রী সম্মান প্রদান করা হয়েছিল থানার পক্ষ থেকে। সাংসারের ঝক্কি সামলে সবেতেই প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সংগীতা দেবী। এবারে ইছাপুর অশোকনগরের ভ্যালি অফ স্মাইল প্রতিবন্ধী স্কুলের বাচ্চাদের দুর্গা ঠাকুর দেখানো এবং পথ শিশুদের জগদ্ধাত্রী ঠাকুর দেখানোর নেপথ্যের কারিগর কিন্তু পার্থ বাবুর স্ত্রী সংগীতা দেবীই। যাইহোক সেবামূলক কাজে নিজেকে মেলে ধরায় নোয়াপাড়া বাসীর মন কেড়ে নিয়েছেন সংগীতা দেবী। অসহায় ও প্রান্তিক মানুষজনের পাশে থেকে সংগীতা দেবী এগিয়ে চলুক, এটাই বোধ হয় চাইছেন নোয়াপাড়ার বাসিন্দারা।
Noapara: সেবামূলক কাজেই নিজেকে নিয়োজিত রাখতে চান নোয়াপাড়া থানার বড়বাবুর সহধর্মিনী
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper