শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Barrackpore: মাদক বিক্রেতারা কেউই জেলের বাইরে থাকবে না বললেন পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Barrackpore: মাদক বিক্রেতারা কেউই জেলের বাইরে থাকবে না বললেন পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর মাদক বিক্রেতারা কেউই জেলের বাইরে থাকবে না। মাদক বিক্রেতাদের ধরার জন্য তল্লাশি জারি থাকবে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ নোয়াপাড়া থানায় রক্তদান শিবিরে হাজির হয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর। পুলিশ কমিশনার ছাড়াও উক্ত রক্তদান শিবিরে হাজির ছিলেন ডিসি নর্থ শ্রীহরি পান্ডে, এসিপি জগদ্দল সুব্রত মন্ডল, নোয়াপাড়ার আইসি পার্থ সারথি মজুমদার ও তার স্ত্রী বিশিষ্ট সমাজসেবিকা সংগীতা মজুমদার, নোয়াপাড়ার বিধায়িকা মঞ্জু বসু, উত্তর ব্যারাকপুর ও গারুলিয়া পুরসভার পুরপ্রধান যথাক্রমে মলয় ঘোষ ও রমেন দাস প্রমুখ। নোয়াপাড়া থানার আইসি পার্থ সারথি মজুমদার বললেন, মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়তে রক্তদান শিবিরের পাশাপাশি নানান সেবামূলক কাজ করা হচ্ছে। করোনাকালে টানা ৯৩ দিন অসহায় মানুষদের খাওয়ানো হয়েছিল। দুঃস্থ পড়ুয়াদের খোঁজ করে তাদের শিক্ষাসামগ্রী প্রদানও করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।