করোনা অতিমারির জন্য প্রায় দুবছর পর অনুষ্ঠিত হতে চলেছে আইফা। এবার এই পুরস্কারের আসর বসছে দুবাই শহরে। এই আইফায় হোস্ট হিসাবে অভিষেক ঘটালেন নোরা ফতেহি। ৩ এবং ৪ জুন এই দু দিন ধরে অনুষ্ঠিত হচ্ছে আইফা। এর মধ্যেই ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে আবু-ধাবি তে একটি এক ক্ষুদে ফ্যানের সঙ্গে “নাচ মেরি রানি” গান-টি তে নাচ করছেন নোরা। ভিডিও-টি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি সবার মন ছুঁয়ে যায়। এর মধ্যেই কয়েক মিলিয়ন ভিউজ, লাইকস, কমেন্টস ও হার্ট ইমজি পেয়েছে সেটি। নোরা ফাতেহির ছোট্ট মিষ্টি ক্ষুদে ফ্যানটি কেও অনেক ভালোবাসায় ভরিয়ে দিয়েছে দর্শক কমেন্টস দিয়ে।ভাইরাল হওয়া ভিডিওতে নোরা ফাতেহিকে দেখা যায় শিশুটির নাম জিজ্ঞেস করতে। ভিড় করে দাঁড়িয়ে থাকা দর্শকদের মধ্যে কেউ-কেউ মজা করে বলে ওঠেন ‘মা এবং বাবার আগে নোরা বলতে শিখেছে’। নোরা একটি সি-থ্রু টপ এবং প্রিন্টেড মিনি স্কার্ট পড়েছিলেন সাথে তিনি একটি ম্যাচিং প্রিন্টেড জ্যাকেট এবং নি লেন্থ বুট পড়েছিলেন।IIFA 2022 ইভেন্টটি তে একঝাঁক তারকা পারফর্ম করেছেন। পারফর্মারদের লাইনে ছিলেন অভিষেক বচ্চন, শাহিদ কাপুর, টাইগার শ্রফ, কার্তিক আরিয়ান, সারা আলি খান, অনন্যা পান্ডে, দিব্যা খোসলা কুমার এবং নোরা ফাতেহি। আইফার রকস পারফর্মার অবশ্য ছিলেন দেবী শ্রী প্রসাদ, তানিষ্ক বাগচী, গুরু রনধাওয়া, হানি সিং, নেহা কক্কর, ধ্বানী ভানুশালী, জাহরাহ এস খান, আশিস কৌর এবং অ্যাশ কিং।