বিশ্ব তামাকহীন দিবস উপলক্ষ্যে (siliguri) বুধবার শিলিগুড়িতে সচেতনতা মূলক পদযাত্রা আয়োজিত হলো উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের উদ্যোগে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দন্ত বিভাগের ছাত্র ছাত্রীরা সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই সচেতনতামূলক পদযাত্রা থেকে সাধারন মানুষকে তামাক ও তামাকজাত পণ্য ব্যবহার না করার আহবান জানান। শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব এই পদযাত্রায় উপস্থিত ছিলেন।
North Bengal Dental College and Hospital siliguri: নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজের উদ্যোগে বিশ্ব তামাক হীন দিবসে সচেতনতা পদযাত্রা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper