নুসরত ভরুচা নামটির সাথে দর্শক ইতিমধ্যেই পরিচিত I মাত্র কয়েকটি সিনেমা করেই বলিউডে নিজের জায়গা পোক্ত করে নিয়েছে নুসরত । এবার এই অভিনেত্রী কে দেখা যাবে মেডিক্যাল স্টোরে কন্ডোম বিক্রি করতে। অনেকেরই চোখ কপালে উঠেছে এই কথা শুনে । এবার প্রকাশ্য রাস্তায় ঘুরে কিংবা মেডিক্যাল স্টোরে গিয়ে কন্ডোম বিক্রি করতে চলেছেন নুসরত। তবে তা বাস্তবে না হলেও রূপোলি পর্দার দৌলতে এমন কাজই করতে চলেছেন এই বলি অভিনেত্রী। সম্প্রতি নুসরতের আসন্ন ছবি ‘জনহিত মে জারি’-এর টিজার ও অফিসিয়াল পোস্টার সামনে এসেছে, যেখানে কন্ডোম সেলস এক্সিকিউটিভের চরিত্রে দেখা যাচ্ছে নুসরতকে, যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ‘জনহিত মে জারি’-র টিজার প্রকাশ্যে আসতেই কটাক্ষের মুখে পড়েছেন নুসরত ভরুচা। ইনস্টাগ্রামে এই ছবিকে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। এবার এই বিতর্কেরই যোগ্য জবাব দিলেন তিনি। পরিচালক রাজ সান্ডিল্যর এই ছবিতে একেবার ভিন্ন চরিত্রে দেখা যাবে নুসরত ভরুচাকে। ‘প্যায়ার কা পাঞ্চনামা’-খ্যাত অভিনেত্রীকে ‘জনহিত মে জারি’- ছবিতে কন্ডোম সেলস এক্সিকিউটিভের চরিত্রে দেখে যাবে। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। তবে একেবারে ভিন্ন ধাঁচের এই ছবি দর্শকদের মন কাড়তে পারে কী না সেটাই এখন দেখার। নায়িকার অনুরাগীরা অপেক্ষায় প্রহর গুনছে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper