পরনে লাল পাড় সাদা শাড়ি, কপালে সিঁদুরের টিপ, হাতে ও পায়ে আলতা, ভিজে চুলে হাতে পদ্ম ফুল নিয়ে ছবিতে পোজ দিয়েছেন নুসরত। খোলা পিঠে যৌবন যেন ঠিকরে বেরোচ্ছে সাংসদ অভিনেত্রীর। মুহূর্তের মধ্যে হাজারো পুরুষের ধুকপুকানি বাড়িয়ে দিয়েছেন নুসরত জাহান। ব্যাকগ্রাউন্ডে বাজছে, ‘বাজলো তোমার আলোর বেণু’। ‘আগমনী’ স্পেশ্যাল ফোটোশ্য়ুটে অভিনেত্রী দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা। তেমনই আবার সমালোচকদের তোপের মুখেও পড়েছেন নুসরত জাহান Iকন্ট্রোভার্সি যেন কিছুতেই পিছু ছাড়ছে না অভিনেত্রীর। সাংসদ অভিনেত্রী নুসরত জাহানকে নিয়ে চর্চার শেষ নেই। তিনি যেটাই করেন সেটা নিয়েই শুরু হয়ে যায় চর্চা। ট্রোলিং যেন কিছুতেই তার পিছু ছাড়ে না। ঠিক কতটা সাহসী হলে এমন করা যায় তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সাংসদ তারকা নুসরত জাহান। প্রতিনিয়ত ছক ভাঙতে সিদ্ধহস্ত তিনি। মহালয়ার দিন বাঙালি সাজে লাস্যময়ী অবতারে ছবি পোস্ট করেছিলেন নুসরত। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।আগমনী’ স্পেশ্যাল ছবির শুট হয়েছে বাওয়ালি রাজবাড়িতে। তবে অভিনেত্রীর এই সাজ দেখে বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ। ধর্মের সার্বভৌমত্বের বার্তা এর আগেও বহুবার দিয়েছেন নুসরত আর এবারও তার ব্যতিক্রম হল না। অভিনেত্রীর এই সাজ দেখে কিছু নেটিজেনরা ট্রোল করেছেন। কেউ নায়িকার ধর্ম তুলে আক্রমণ করেছেন তো কেউ অভিনেত্রীর বডি শেমিং নিয়েও চর্চা করেছেন। যদিও সমালোচকদের সমালোচনা মোটেই পাত্তা দিতে রাজি নন নুসরত বরং তার বিশ্বাস, ধর্ম যার যার উৎসব সবার। তিনি যেন ইদেও রোজা রাখেন তেমনই দুর্গাপুজোর সময়ও অষ্টমী দিতে ভোলেন না। নুসরত জাহানের এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সারা ফেলেছে I নেটদুনিয়ায় প্রশংসার বন্যা বয়েছে অভিনেত্রীর এই মন্তব্যের জন্য I
Tags Nusrat Jahan
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper