সাংসদ অভিনেত্রী নুসরত জাহান অবসর পেলেই ফ্রেশ অক্সিজেন নিতে বেরিয়ে পড়েন । এই মুহূর্তে স্বামী যশের সঙ্গে ফুকেতে রয়েছেন নুসরত জাহান। সমুদ্রপাড় থেকে ফের সকলকে চমকে দিয়েছেন নায়িকা।নুসরত জাহান এবং টলি অভিনেতা যশ দাসগুপ্তকে নিয়ে উত্তাল নেটিজেনরা। ঘনিষ্ঠতা থেকে ছবি পোস্ট সবেতেই যেন শিরোনামে রয়েছেন টলিউডের এই পাওয়ার কাপল। ফুকেত থেকে হট সেনসেশন ফিগারে একাধিক ছবি শেয়ার করে সকলকে পাগল করে দিচ্ছেন অভিনেত্রী। কাজের জন্যই ফুকেতে গিয়েছেন যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান। একটি গানের শুটিংয়ের জন্যই এই মুহূর্তে সমুদ্রপাড়ে রয়েছেন টলিউডের এই হট জুটি। সেখান থেকেই একাধিক ছবি শেয়ার করে ভক্তদের পাগল করে দিচ্ছেন নুসরত ।দ্রুত গতিতে ছবিগুলো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আকর্ষনীয় ফিগার দেখিয়ে ছবিতে পোজ দিয়েছেন নুসরত জাহান। লাইক ও কমেন্টের সংখ্যাও আকাশছোঁয়া।গোলাপি রঙের ব্রালেট টপে বেরিয়ে রয়েছে বক্ষের অর্ধাংশ, হাতে পানীয়র গ্লাস নিয়ে ছবিতে পোজ দিয়েছেন নুসরত।অন্য ছবিতে বিকিনি পরে পোজ দিয়েছেন নুসরত জাহান। পার্পল বিকিনি থেকে ঠিকরে বেরোচ্ছে বক্ষ-বিভাজিকার খাঁজ। অভিনেত্রীর স্কার্টের ঝটকায় চোখ আটকে ভক্তদের। সাংসদ তারকারা শরীরী নেশায় পাগল হয়েছেন ভক্তরা। নুসরতের হট ছবিতে কমেন্টে ভরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় পাতা।টলিপাড়ার অন্যতম চর্চিত নায়িকা হলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। বিতর্ক যেন পিছু ছাড়ে না নায়িকার। সিনেপাড়ার অলিতে-গলিতে নুসরতকে নিয়ে চর্চা যেন লেগেই রয়েছে। আসলে বিতর্ককে তিনি যেভাবে বুড়ো আঙুল দেখাচ্ছেন, তা অনেকের কাছে হিংসার বিষয়। সাংসদ অভিনেত্রীর এই অ্যাটিটিউটেই পাগল তার ভক্তরা।