অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সলপ এলাকাতে। আজকে দশমীর বিকেলে হাওড়ার সলপ অঞ্চলের মল্লিক পাড়ার লালবাড়ি এলাকায় বস্তা বন্দী মৃতদেহ উদ্ধার হয়। জঙ্গলের ঝোপের মধ্যে বস্তা পরে থাকতে দেখে। বস্তার থেকে দুর্গন্ধ ছড়ানোয় স্থানীয় ডোমজুড় থানাতে খবর দেয় এলাকার বাসিন্দারা। পুলিশ এসে ওই বস্তা খুলে পচা গলা মৃতদেহ উদ্ধার করে ডোমজুড় থানার পুলিশ। ওই মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায় নি। মৃতের পোশাক থেকেও কোনও পরিচয় পত্র উদ্ধার হয় নি। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান অন্যত্র খুন করেই বস্তা বন্দী করে মৃতদেহ এখানে নির্জন স্থানে ফেলে রেখে গেছে দুষ্কৃতীরা। জেলার অন্যান্য থানা থেকেও নিখোঁজ ব্যক্তির সম্বন্ধে খবর সংগ্রহের চেষ্টা করা হবে বলেই পুলিশ সূত্রে খবর। তবে বিজয়া দশমীর দিনে এভাবে বস্তা বন্দী মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
Domjur: বিজয়া দশমীর দিন ডোমজুড় এলাকা থেকে উদ্ধার বস্তাবন্দী মৃতদেহ
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া