শিলিগুড়ি (siliguri) পৌর নিগমের বত্রিশ নম্বর ওয়ার্ডের অশোকনগর ও সুকান্তপল্লী এলাকায় পাকা রাস্তা ও জল নিকাশী পাকা নর্দমার কাজের শিলান্যাস করলেন মেয়র গৌতম দেব। সোমবার এই কাজের শিলান্যাস করে মেয়র গৌতম দেব জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে এই কাজটি হবে। এর জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এক কোটি তেরো লক্ষ পাঁচ হাজার ছশো একান্নব্বই টাকা মঞ্জুর করেছে। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পৌর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ওয়ার্ডের কাউন্সিলর সহ এলাকার বিশিষ্টজনেরা।
siliguri: পাকা রাস্তা ও জল নিকাশী নর্দমার কাজের শিলান্যাস করলেন মেয়র
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি