গনতন্ত্রের উৎসব ভোটদান পর্ব(Panchayat election)। শনিবার রাজ্য জুড়ে অনুষ্ঠিত হলো ত্রিস্তরবিশিষ্ট পঞ্চায়েতী ব্যবস্থার প্রতিনিধি নির্বাচন(Panchayat election)। গনতন্ত্রের এই উৎসবে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে খবর পাওয়া যাচ্ছে প্রাণহানি থেকে শুরু করে বুথ দখল, ব্যালট বক্স ছিনতাই, ব্যালট পেপার ছিনতাই, ব্যালট বকস ও ব্যালট পেপার পুড়িয়ে দেওয়া সহ বিভিন্ন সংঘর্ষের ঘটনা যা এই গনতান্ত্রিক উৎসবকে করেছে কলঙ্কিত(Panchayat election)। এই আবহে ব্যতিক্রম আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লক। কুমারগ্রামের পঞ্চায়েত নির্বাচনের রিটার্নিং অফিসার জানান এখানে নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ।
কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিভিন্ন বুথ ঘুরে কোথাও কেন্দ্রীয় বাহিনীর দেখা পাওয়া যায়নি, রাজ্য পুলিশ দিয়েই এই ব্লকের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে। কুমারগ্রাম ব্লকের রাধানগর গ্রামে একটি বুথে এই শান্তিপূর্ণ নির্বাচনের ছবি ধরা পড়লো প্রতিবেদকের ক্যামেরায়। এই বুথে দেখা গেলো তৃণমূল, বিজেপি, সি পি আই এম ও নির্দল প্রার্থীরা একসাথে গল্প গুজবে মেতে আছেন। একসাথে ফটো তোলার আবদার জানাতেই তারা ধরা দিলেন ক্যামেরায়।সেইসাথে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সকল ভোটারদের ধন্যবাদ ও জানালেন চার প্রার্থী। ছবিতে বাঁদিক থেকে রয়েছেন বিজেপি প্রার্থী শম্পা দাস, নির্দল প্রার্থী রীনা সরকার, সিপিআই এম প্রার্থী ইতি মনি রায় ও তৃণমূল প্রার্থী অনিমা রায়। হিংসার আবহে পঞ্চায়েত নির্বাচনের আসরে এই ছবি অবশ্যই একটা ভিন্ন বার্তাবাহী।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper