তার জীবনের গল্প যে কোন সিনেমার গল্পকেও হার মানায় I তাকে নিয়ে আজও মানুষের কৌতুহলের শেষ নেই। তিনি হলেন সত্তরের দশকের বলিউডের সাড়া জাগানো অভিনেত্রীর মধ্যে অন্যতম একজন পারভিন ববি। আজ তার জন্মবার্ষিকী। সুপারহিট অভিনেত্রী হিসেবে যতটা জনপ্রিয় ছিলেন ববি ততটাই আকর্ষণীয় ছিল তার ব্যক্তিগত জীবন। আড়ম্বরে পরিপূর্ণ তার জীবনে এমন কিছু ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। একাধিক সম্পর্কেও নাম জড়িয়েছিল তার। সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তার খ্যাতি ছিল । ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কারণেই একসময় মানসিক অবসাদে চলে গিয়েছিলেন অভিনেত্রী। এমনকী নগ্ন অবস্থায় সিড়ি দিয়ে দৌঁড়ে নেমে আসতেও দ্বিধাবোধ করেননি পারভিন। বলিউডের কন্ট্রোভার্সির প্রথম সারিতে থাকা পরিচালক মহেশ ভাটও ছেড়ে চলে গিয়েছিলেন পারভিনকে I সেই সম্পর্কের ভাঙ্গন ভয়ঙ্কর পরিণতি নিয়ে এসেছিল পারভিন ববির জীবনে।একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে পারভিন ববি জানিয়েছেন, মহেশ ভট্টের সঙ্গে তার দীর্ঘ দিনের সম্পর্ক ছিল। দীর্ঘদিন লিভ-ইন করার পর তাকে ছেড়ে চলে যান মহেশ ভট্ট Iসম্পর্ক ভাঙ্গার ধাক্কা তিনি নিতে পারেন নি I সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগে তিনি আক্রান্ত হোন। তিনি সবসময় মনে মনে ভাবতেন কেউ তাকে মেরে ফেলতে চায়। এমনকী সবসময়েই কিছু না কিছু নিয়ে তিনি ভেবেই যেতেন। পারভিনের অবস্থা ধীরে ধীরে এতটাই খারাপ হয়ে যায় যে তাকে ঘরে আটকে পর্যন্ত রাখা হয়েছিল।অল্প কিছুদিনের মধ্যে বিশ্বজোড়া খ্যাতির শীর্ষে পৌঁছে যেতেই তার শত্রুর সংখ্যাও বেড়ে গিয়েছিল। অনেককেই নিজের শত্রু ভাবতেন তিনি। ২০০৫ সালে ২০ জানুয়ারী মারা যান এই অভিনেত্রী।কিন্তু রেখে গেছেন তার অসংখ্য অনুরাগী যারা আজও অভিনেত্রী কে মনে রেখেছেন I তিনি অমর হয়ে থাকবেন তার কাজের মধ্যে I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper