শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Peacock bird: চা বাগান থেকে উদ্ধার দুটি অসুস্থ ময়ূর

রিপোর্ট : আবির ভট্টাচার্য, এই যুগ, ডুয়ার্স

Peacock bird: চা বাগান থেকে উদ্ধার দুটি অসুস্থ ময়ূরবনদপ্তরের (Peacock bird) ডায়না রেঞ্জের বনকর্মীরা ডুয়ার্সের গ্রাসমোড় চা বাগান থেকে শুক্রবার দুটি অসুস্থ ময়ূর উদ্ধার করলেন। (Peacock bird) জানা গিয়েছে সকাল নাগাদ গ্রাসমোড় চা বাগানে অসুস্থ অবস্থায় এই দুটি ময়ূরকে ঝিমোতে দেখে বাগান কর্তৃপক্ষ বনদপ্তরে খবর দেয়।খবর পেয়ে বনদপ্তরের ডায়না রেঞ্জের কেরন বিট এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ময়ূর দুটিকে উদ্ধার করে। চিকিৎসা জন্য ময়ূর দুটিকে লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে এই সপ্তাহে এই এলাকা থেকে আরোও ৩ টি ময়ূরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছিল। চা বাগানের পোকা মারার জন্য কীটনাশক প্রয়োগ করা হয়ে থাকে, সেই কীটনাশক প্রভাবিত পোকামাকড় খেয়েই ময়ূর দুটি অসুস্থ হয়ে পড়েছে বলে বনকর্মীরা প্রাথমিক ভাবে অনুমান করছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।