বৃহস্পতিবার , অক্টোবর 9 2025

আত্মবিশ্বাস

প্রকৃতি যেন আজ নীরব দর্শক হয়ে গেছে
চারিদিক যেন তিমিরাচ্ছন্ন হয়ে আসছে,
দিনের পর দিন,মন ভারাক্রান্ত হয়ে উঠছে।
কবে যে আবার সুন্দর দিনগুলো ফিরে আসবে
তারই প্রতীক্ষায় শুধু দিন গুনছি বসে বসে।
প্রকৃতির বাকশক্তি যেদিন আবার আসবে ফিরে
সেদিন সবাই হাসবে খেলবে প্রকৃতির কোলে।
প্রকৃতি যতই তমসাচ্ছন্ন হয়ে আসুক না কেন
জানবে তখন ভোরের আলো আসছে এগিয়ে।
আজ এই আত্মবিশ্বাসকেই সহকারী যাজক ভেবে
হয়তো বেঁচে থাকবো আমরা প্রকৃতির কোলে।

(রবিবার , জুলাই 23 2023)