বৃহস্পতিবার , অক্টোবর 9 2025

বাবার স্মৃতি

আগস্ট মাসের তিন তারিখে,
বাবা হয়েছেন গত।
বাবার স্মৃতি রয়ে গেছে,
হাজার শত শত।
এই বাড়ির চারপাশে,
বাবার পরশ আঁকা।
সবে আছে আগের মতন,
বাবার আসন ফাঁকা।
বাড়ির খুটি শক্ত ভিত,
ছিলো আমার বাবা।
বাবার মতো শক্তি সাহস,
আর বা দিবে কে’ বা।
যেতে থাকে মাস সপ্তাহ,
আরও বছর অনেক দিন ধরে।
বাবার স্মৃতি যায় না মুছে।
শুধু বারে বারে মনে পড়ে।
(6 AUGUST 2023)