Breaking News

বরণ করি

দিন গেল মাস গেল
গেল একটি বছর,
বছর শেষে নতুন দিনে
জমল মজার আসর।
ঢোল বাজে ঢাক বাজে
বাজে আরো কাসর,
নতুন দিনে প্রকৃতির আজ
হচ্ছে যেন বাসর।
এই দিনটি রাখবো মনে
তাই তো আয়োজন,
নতুন বছর বরণ করি
সকল প্রিয়জন।
যা যাবার তা চলে গেছে
পাবো না কো আর,
সুখে থাকতে ২৩ সালে
মানবো নাকো হার।
২৩ সালে পাল তুলে
২৪শের ধরি হাল
ফেলতে যেন কেউ না পারে
ষড়যন্ত্রের জাল।
[সোমবার,জানুয়ারী 2 2023]