বৃহস্পতিবার , অক্টোবর 9 2025

বৃষ্টির ছড়া

টিপ টিপ বৃষ্টি পড়ে
আকাশ হলো কালো,
বইছে বাতাস ঝিরিঝিরি
খোকন চোখ খুলো।
টাপুর টুপুর বৃষ্টি দেখো
খোকন কেন ঘরে,
সাদা মেঘের ভেলা ভেসে
যায় কোন দূরে।
মা বলেছে,মা বকেছে
থাকবে খোকন ঘর,
যাসনে খোকন ঘরের বাহির
অই এলো ঝড়।
(30 july 2023)