ছোটবেলার স্মৃতিগুলো
আসে আবার ফিরে
জীবন পাতার অনেক কিছু
খুলছে ধীরে ধীরে ।
যায় কি ভুলা ছেলেবেলা
বৃষ্টি মুখর দিন
সেদিন গুলো মনের মাঝে
বাজায় মধুর বিন।
হাজার কাজের চাপের মাঝে
একটু সময় পেলে
এখন যাই গ্রামের মাঠে
উড়ি পাখা মেলে।
স্বপ্নে দেখি গেছি ফিরে
মধুর ছেলেবেলায়
মেতে আছি খেলার মাঠে
কত রকম খেলার।
ছেলেবেলা বাঁধনহারা
মুক্ত স্বাধীন পাখি
মনের মনিকোঠায় আমি
যতন করে রাখি।
( বৃহস্পতিবার , মার্চ 9 2023 )