এমন একটা সময় ছিল
আসত চিঠি রঙিন খামে
প্রতীক্ষাতে কাটত প্রহর
আসত কখন কার-ই নামে।
আগের মতো কেউতো এখন
নেয় না খবর চিঠি লিখে
প্রযুক্তিরই ছোঁয়া লেগে
আবেগটাও হলো ফিকে।
হারিয়ে গেছে সে দিনগুলো
হয়না লেখা আর তো চিঠি
মনের আবেগ পায়না ভাষা
সেসব কথা শুধুই স্মৃতি।
( 19 MARCH 2023 )