বৃহস্পতিবার , অক্টোবর 9 2025

এই শ্রাবণে

আকাশে ভেসে বেরায়
সাদা মেঘের ভেলা,
রিমঝিম বৃষ্টি পড়ে
দেখো সারাবেলা।
টাপুর টুপুর বৃষ্টি পড়ে
এই শ্রাবণ মাসে,
মেঘ গুলো কেমন করে
গগনেতে ভাসে।
নতুন মেঘের দল গুলো
ভাসছে গগন জোরে,
মেঘের ভেলা সারাদিন
বেরায় ঘুরে ঘুরে।
( 6 AUGUST 2023 )