বৃহস্পতিবার , অক্টোবর 9 2025

এল নববর্ষ

দিনপঞ্জির ঘুরলো পাতা
এল নববর্ষ
কচি কাঁচা ছেলে বুড়ো
সবার মনে হর্ষ।
বর্ষবরণ হর্ষগীতি
জুড়ায় মন প্রান
চারিদিকে উৎসব রব
নববর্ষের গান।
বাঁধনহারা এই গরমে
উড়েছে চোখের ঘুম
তবুও দেখি চৈত্রসেলে
কেনাকাটার ধুম।
পুরানো সব মলিনতা
ঝড়ে উড়িয়ে দিয়ে
নতুন দিনের কেতন উড়ুক
খুশির বার্তা নিয়ে।
( বৃহস্পতিবার , এপ্রিল 27 2023 )