Breaking News

ফাগুন এলো

ফাগুন এলো বাসন্তী রঙ,
রাঙিয়ে মনের দ্বারে –
মন বসে না একলা ঘরে,
থাকি কেমন করে।
ফুলকে ডাকি এসো তুমি,
আমায় ভালোবেসে –
মনের কথা কই দু’জনেই,
আজ ফাগুনে হেসে।
বাসন্তী রঙ দেই মাখিয়ে,
আজ ফাগুনের বেলা –
দেই ছড়িয়ে উড়ন্ত বায়,
বাসন্তী রঙ খেলা।
দখিনা বায় ছুঁয়েছে হৃদয়,
বাঁধভাঙা ঢেউ মনে –
কুজন ছেড়ে পাখিরা গায়,
আনন্দে আজ বনে।
( সোমবার , মার্চ 20 2023 )