নদীর ঘাটে বিড়াল বটে
ছিপ খানা তার হাতে,
মাছ শিকার করা দরকার
খলুই নিয়ে সাথে।
বিড়াল করবে মাছ শিকার
মাছের দেখা নাই,
সূর্য তাপ ওরে বাপ
ছাতা কোথায় পাই।
হঠাৎ করে ফাতা ধরে
একটা টিপ দিলো,
বিড়াল জানে হেঁচকা টানে
বড় মাছ পেলো।
বড়শির মাথায় মাছ গাঁথায়
দিচ্ছে জোরে ঝাঁকি,
বিড়াল মামা ঘাটে নামা
করছে ছোটাছুটি!
(মঙ্গলবার , জুলাই 4 2023)