Breaking News

জবাব

যুগের এক নতুন খেলা
এপাশ ওপাশ ঘোরা।
স্বার্থঘেরা নিজের বৃত্ত
কখনও বালুচরা।
এপাশে যখন সুযোগ হারায়
ওপাশে মারে ঢুঁশ।
ওপাশ তখন গিলে নিলে
এপাশে ফেরে হুঁশ।
নিত্য যখন এই-ই চলে
মানুষ তখনও ভাবে।
ভাবতে ভাবতে পাল্টে ফেলে
পাশা দারুন জবাবে।
(বুধবার , জুন 14 2023)