বৃহস্পতিবার , অক্টোবর 9 2025

জুঁই ফুল

ফুলটা হলো জুঁই
ইচ্ছে মনে ছুঁই
পাশে বসা পাখি টুই-
ডাকছে টুই টুই।
মিষ্টি ঘ্রাণে ভরা
মন পাগল করা
যে দেখে সে ছুঁয়ে দেখে
করেই নড়াচড়া।
আঁচল ভরে লই
খেলব মিলে সই
কত মজা হবে আহা!
জনে জনেই কই।
(5 AUGUST 2023)