বৃহস্পতিবার , অক্টোবর 9 2025

কি যুগ এলো

কি যুগ এলো রে ভাই ?
সত‍তার নেই দাম।
অভদ্ররা সম্মান পায়
ভদ্রের রটে বদনাম।
ভদ্রতা মানে দূর্বলতা
সৎ মানে বোকা,
বিনয়ী হলে ভীতু ভাবে
লোকে দেয় ধোকা।
অধর্মীরা সমাজসেবী
ধার্মিকেরা দীন,
শঠ প্রতারক বিত্তশালী
সত‍্যবাদী ক্ষীণ।

(1 August 2023)