মধ্য রাতে হাসছে চাঁদ
মাথার উপর বসে,
তারাগুলো যাচ্ছে ছুটে
একটা করে খসে।
আমার খুকির ঘুম পালালো
উঠলো জেগে রাতে,
চাঁদের কপালে পড়াবে টিপ
জোনাকি জ্বলার সাথে।
ঘুম আসে না খুকির আজ
জ্যোৎস্না ভরা রাতে,
না-ঘুমালে জাগবে কে বলো
শিশির ভেজা প্রাতে!
[বৃহস্পতিবার , জানুয়ারী 19 2023]