Breaking News

পৌষের পার্বন

আসেছে আসেছে মকর কতদিন পরে,
পিঠা খাব আজি আমরা সকলে মিলে।
খেজুর রসের হবে গুড় হামাদের ঘরে,
নদীর কাছে বসছে মেলা কত কিছু লিয়ে।
চুড়ি-মালা কিনব সবাই বাজার ঘুরে ঘুরে,
টুসু গানে নাচব সবাই সারা রাত্রি ধরে।
পৌষ মাসে পিঠা হবে নতুন ধানের চালে,
ভোরের বেলায় সিনান করব আগুন পোহায়।
আসেছে আসেছে মকর কতদিন পরে,
পৌষ পার্বন হবে সব বাঙালির ঘরে।
বাউরি বাঁধে পিঠার- ভাতে, মকরের চালে,
পৌষের মাসে বসছে মেলা নদীর ধারে ধারে।
আসেছে আসেছে মকর সকলের দোরে,
পৌষের মেলা পিঠা-পায়েস প্রতি ঘরে ঘরে।
[শনিবার , জানুয়ারী 14 2023]