Breaking News

রাত তখন ন’টা তিরিশ মিনিট

ঘড়ির কাঁটায় তখন রাত ন’টা তিরিশ মিনিট
আমি আত্রেয়ী নদীর তীরে দাঁড়িয়ে
চারিদিকে নিস্তব্ধ পরিবেশ
ঝিঝিপোকার একদেশদর্শী শব্দ
শান্ত নদীর জলে ঝিকিমিকি আলোর ছটা
যেন এক অনাবিল অভিলাষ
আমার হৃদ মাঝারে বয়ে চলেছে।
সত্যি এমন সুন্দর নিস্তব্ধ পরিবেশ
যা আগে কখনো অনুভূত হয়নি
কিংবা অনুভব করবার সুযোগও পাইনি।
এই নিস্তব্ধ পরিবেশে,শান্ত নদীর জলে
বিসর্জন দিয়েছি সারাদিনের ক্লান্তি গুলোকে
সেখানে শুধু আমি খুঁজে পেয়েছি
বেঁচে থাকবার জন্য কিছু সুখ,কিছু শান্তি,
যা কেউ হয়তো কোনদিন খোঁজেননি
কিংবা খুঁজবার কোনো চেষ্টাও করেননি,
সত্যিই আত্রেয়ী,এভাবেই তোমার নিস্তব্ধতাই
নানা স্বপ্ন নিয়ে আমি বেঁচে থাকবো অনুদিন।

(বৃহস্পতিবার , জুলাই 20 2023)