Breaking News

রিম ঝিম বৃষ্টি

প্রখর তাপ তো চাই না প্রভু
চাই যে তোমার দান
তোমার দয়া চায় যে সবাই
বৃষ্টির কলতান ।
শীতল বাতাস বইয়ে দাও রব
দাও না বৃষ্টি রিমঝিম
শান্তি নামবে সবার মনে
খেলবে শিশুর টিম।
হাঁসফাঁস করে পশু পাখি
ছটফট করছে সব
সতেজ করো ধরার ভূমি
সজীব করো রব।
কষ্ট থেকে রেহাই পেতে
বৃষ্টি সবাই চায়
বৃষ্টি এলে জীবন বাঁচে
প্রাণে শান্তি পায়।
( ২৬ জুন ২০২৩ ,সোমবার )