বৃহস্পতিবার , অক্টোবর 9 2025

শ্রাবণের ধারাপাত

দিন নেই  রাত নেই,
    একটাই শুধু গান।
ঝরঝর শব্দে ঝরে পড়ে,
     মেঘের আকুল প্রাণ।।
খাল, বিল দিঘী ভরে,
   থইথই জল দিনরাত।
বাঁধ ভাঙে, নদী ফুঁসে,
    ঝরে শ্রাবণের ধারাপাত।।
জলে ডুবে ধান জমি,
    চাষীর মাথায় হাত।
হয়তো এবার টান পড়বে,
    উনুনের হাঁড়ির ভাত।।
ডুবছে সকাল, ডুবছে বিকেল,
    কখন থামবে বৃষ্টিপাত।।
বন্দী গাড়ি রাস্তার জলে,
    অবিরাম শ্রাবণের ধারাপাত।।
( 4 AUGUST 2023 )