আকাশ জুড়ে মেঘ জমেছে
সুর্য্য ঢেকে গেলো,
ঝপঝপিয়ে এখন বুঝি
ধরায় বৃষ্টি এলো।
ধরার বুক আজ খড় তাপে
জনজীবন অস্থির,
একটু খানি বৃষ্টি হলে
জীবনটা হয় স্বস্তির।
আকাশ জুড়ে বিদ্যুৎ চমকায়
গুরুম গুরুম ডাকে,
পাখি গুলি বাসায় ফিরে
উড়ে ঝাঁকে ঝাঁকে।
হটাৎ করে শতনালে
বৃষ্টি এলো দেশে,
জনজীবন মধুর হলো
স্বস্তি এলো শেষে।
( ১৯ জুন ২০১৩ , সোমবার )