Breaking News

শুধু তোমায় চাই

তোমায় আমি ভালোবাসি
তোমায় আমি চাই
তোমার জন‍্য মরতে রাজি
মরনে ভয় নাই।
তোমায় হারিয়ে যাওয়া ভয়
তাইতো আমি মানতে রাজি
সকল বিপর্যয়।
আসলে আসুক দুঃখ-কষ্ট যত
সেসব কিছুর ধার ধারিনা
বাঁচব নিজের মতো।
আসে যদি বাধার পাহাড়
তুমি হারানোর ভয়
লড়ব আমি সাধ‍্য মতো
করব সবই জয়।
তোমায় পেতে যতই কষ্ট পাই
সবই আমি মানতে রাজি
শুধু তোমায় আমি চাই।

(শনিবার , জুলাই 15 2023)