Breaking News

উৎসর্গ

একটা উৎসর্গের প্রয়োজন ছিল
পুনঃ নীড়ে ফেরার তরে
যখন ভাঙ্গা নীড়ে বৃষ্টিতে ভিজছিলে-
রোদে পুড়ছিলে
তখন ছাউনির আশায় মরিয়া হয়েছিলে
ওষ্ঠাগত প্রাণে আকুতির ঘনঘটা ছিল
তৃষ্ণায় ছটফট করছিলে
এখানে-ওখানে তৃষ্ণার বারির আশে সন্ধিৎসু মন নিয়ে ঘুরছিলে
উদ্ভ্রান্ত হয়ে হেথা-হোথা যাযাবর জীবন যাপন করছিলে
লাগামহীন ছুটে চলা অশ্বের মত দিনাতিপাত করতে
সম্পূর্ণ উশৃংখল, চঞ্চল, দিশেহারা তুমি
একটি সুখী নীড়ের স্বপ্ন দেখতে
একদা এক অবলা পেয়ে
শুধাইলে তারে প্রিয়জন ভেবে
তোমারি ব্যথার কাহন
নিজের করে সঁপে দিল তারে
আঁচলে পুরলো সে তোমার যত বেদন।
অবলারে পেয়ে তুমি ধন্য হলে
দুঃখ যত করলে বিসর্জন
অতঃপর, আকস্মিক অপ্রত্যাশিত ঝড়ে
যে-ই তুমি ফিরলে নীড়ে
ফুরালো অবলা’র প্রয়োজন
তোমার নীড়ের সুষমা ফেরাতে
উৎসর্গ হলো এক অবলা’র জীবন।
(মঙ্গলবার , জুন 27 2023)