Breaking News

ভালো লাগে

ভালো লাগে ঐ নীল আকাশে
 পাখি হয়ে উড়তে,
ভালো লাগে মেঘ হয়ে
হাওয়ায় ভেসে বেড়াতে।
ভালো লাগে রং ধনুর সাতটি রঙে
নিজেকে সাজাতে,
ভালো লাগে ঐ নীল নীলিমার
দিগন্তে হারাতে।
ভালো  লাগে সমুদ্রের ঢেউ হয়ে
ঐ সুদূরে যেতে,
ভালো লাগে ভোরের পাখি
হয়ে কিচির মিচির ডাকতে।
ভালো লাগে কবি হয়ে
কবিতা লিখতে,
কবিতার মাঝে নিজের
মনের কথা প্রকাশ করতে।
ভালো লাগে শিশু হয়ে
সেই রঙিন দিন গুলিতে,
ফিরে যেয়ে মনের
আনন্দে ঘুরে বেড়াতে।
ভালো লাগে ফুল হয়ে ফুটতে
ফুলে সৌরভে,
সকলের মন ভরে দিতে,
অনন্য গৌরবে।
ভালো লাগে জীবন শেষে
নিষ্পাপ শিশুর মতন হতে,
অতঃপর সব ছেড়ে এ ভুবন
থেকে মরে যেতে।
( 19 MARCH 2023 )