বৃহস্পতিবার , অক্টোবর 9 2025

যুগলে সূচনা

মায়াবী ভাবেতে  পহেলা ঝলকে
তাকিয়ে যখনে  চোখেরি পলকে
হৃদয়ে হাসায়।
ভাবেরি আবেগে   মাধুরী কথনে
বুকেরি বাসনা    আলাপে বদনে
বলেছো আমায়।।
মনেরি ঘরেতে      যতনে রাখিবে
সুখেতে দুখেতে  জড়িয়ে থাকিবে
জাগিছে ভাবনা।
আসিলে বেদনা     নহলী জীবনে
চলারি ধাবনে         সতত নিকটে
মনেতে কামনা।।
সুরাহা মিলিয়ে      চলিবো দু’জনে
বহুত বাসনা         আদরে গোপনে
ভাসিছে মনেতে।
মায়ারি পরশে        আমারি ভুবনে
সতত রাখিবে        তোমারি ‌সুমনে
দেখিবে ভবেতে।।
হৃদেরি নমুনা          মিলিছে যখনে
পূজা’রি ধারণা          বিবাহ তখনে
নিমিষে মোহনা।
বিবাহ ‌করিয়ে        সোহাগে রাখিবো
নিয়ত জগতে        উভয়ে থাকিবো
যুগলে সূচনা।।
(বৃহস্পতিবার , আগস্ট 3 2023)