দক্ষিণী ইন্ডাস্ট্রির হিট নায়িকাদের প্রথম সারির তালিকায় রয়েছেন পূজা হেগড়ে। তামিল, তেলেগু, হিন্দি সব ভাষার ছবিতে কাজ করেছেন তিনি। পূজার ঝুলিতে রয়েছে একাধিক হিট ছবি। তিনি যেমন দক্ষিণী সুপার স্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, তেমনই স্ক্রিন শেয়ার করেছেন বলি স্টার অক্ষয় কুমারের মতো স্টারের সঙ্গেও। সুপারস্টার প্রভাসের রাধে শ্যাম ছবিতে অভিনয় করে যথেষ্ট নজর কেড়েছেন এই নায়িকা। রাধে শ্যামে সিনেমা রেকর্ড গড়েছে বক্স অফিসে। ছবিতে পূজার অভিনয় থেকে নাচ সবটাই নজর কেড়েছে দর্শকদের।এই নায়িকার ফ্যান ফলোয়ারের সংখ্যা কম নয়। তার আকর্ষণীয় চেহারা আর মিষ্টি মুখে ফিদা তার সকল ভক্তরা। আবার ফের একবার খবরে এলেন পূজা হেগড়ে। তবে নতুন কোনও ছবি নিয়ে নয় বরং খবরে এলেন কয়টি ফটোশ্যুটের জন্য। সদ্য বিকিনি ফটো শ্যুট করেছেন পূজা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিতেই, মুহূর্তে ভাইরাল। কখনও লাল, কখনও সাদা তো কখনও কালো বিকিনিতে দেখা গিয়েছে পূজাকে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে পোজ দিলেন নায়িকা। আর মুহূর্তে সেই ছবিগুলো হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রে I তার অনুরাগীদের কমেন্টে ভোরে উঠেছে সোশ্যাল মিডিয়া I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper