সর্বদাই নেটিজেনদের নজর কাড়তে বিতর্কিত কিছু না কিছু করেই থাকেন এইঅভিনেত্রী। এবার পুনম পান্ডে-কে নিয়ে জোর শোরগোল নেটদুনিয়ায়। বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউতের রিয়্যালিটি শো ‘লক আপ’-এ এসে একের পর এক বোমা ফাটাচ্ছেন পুনম পান্ডে। শুরু থেকেই ‘লক আপ’-এর চর্চিত প্রতিযোগী হলেন পুনম । যত দিন যাচ্ছে ততই যেন রিয়্যালিটি শো ‘লক আপ’-এর উত্তেজনার পারদ তুঙ্গে উঠছে । কারণ সামনেই গ্র্যান্ড ফিনালে, আর তার আগে শো-জিততে মরিয়া হয়ে উঠেছে প্রতিযোগিরা।রিয়্যালিটি শো-তে ফের উত্তাপ বাড়ালেন পুনম পান্ডে। এবার বাথরুমে নয় বরং অন ক্যামেরাতে সকলকে সামনে স্নান করলেন পুনম পান্ডে। শরীরী আকর্ষণে ফের শালীনতার সীমা পার করলেন পুনম পান্ডে।বিকিনি পরে সকলের সামনেই স্নান শুরু করে দেন পুনম পান্ডে। শুরুতে নিজেই মগ থেকে জল নিয়ে সারা শরীরে ঢালতে থাকেন। তারপরই অনুমতি নিয়েই পুনমকে স্নান করানো শুরু করে পায়েল রোহাতগি।এখানেই শেষ নয়, পুনমের এই স্নান দেখেই শিবম শর্মা বালতি ভর্তি জল গায়ে ছুঁড়ে দেয়। এইভাবেই সকলের সঙ্গে বাথরুমের বাইরে জল দিয়ে স্নান করতে থাকে পুনম পান্ডে। স্নান শেষে পুনম বলেন, দারুণ মজা হল। তবে কি এই চমক দেওয়ার পরই রিয়্যালিটি শো ‘লক আপ’-এর জয়ী হবেন পুনম পান্ডে। সেটাই এখন দর্শকদের কৌতুহলের বিষয় I