শিলিগুড়ি (siliguri) পৌর নিগমের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের গান্ধীনগরে একটি পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো শুক্রবার। শিলিগুড়ির মহানাগরিক গৌতম দেব এদিন কেন্দ্রটির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন শিলিগুড়ির উপ মহানাগরিক রঞ্জন সরকার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগন। মেয়র গৌতম দেব জানান এই কেন্দ্রটি নির্মানে আঠাশ লক্ষ সাতান্ন হাজার ছয়শো একাত্তর টাকা ব্যয় হয়েছে। পৌর নিগমের নাগরিক গন এই কেন্দ্র থেকে চিকিৎসা পরিষেবা পাবেন। পৌর নিগমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
siliguri: পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন মেয়র
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি