শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Alipurduar: প্রশাসনিক নির্দেশে আই সি ডি এস ঘর ভাঙ্গার পর একাংশ হাপিস

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: প্রশাসনিক নির্দেশে আই সি ডি এস ঘর ভাঙ্গার পর একাংশ হাপিস প্রশাসনিক নির্দেশে আইসিডিএস (Alipurduar)কেন্দ্রের ঘরভাঙ্গা হয়েছে। মধ্য পারোকাটা পুলপার সংলগ্ন আইসিডিএস কেন্দ্রের ঘর ভাঙ্গার সাত মাস পরেও তৈরি হয়নি সেই ঘর এমনটাই দেখা গেল সোমবার দুপুরে আইসিডিএস কেন্দ্রে গিয়ে। ‌ এলাকার বাসিন্দারা চাইছেন ঘরের সমস্যার সমাধান হোক। পঞ্চায়েত সদস্যা বলছেন প্রশাসনিক কর্তাদের দ্বারে দ্বারে গিয়েও কাজ হয়নি। ‌ প্রশ্ন উঠেছে কার নির্দেশে ঘরটি ভাঙ্গা হলো ? কোথায় বা গেল ঘরের উপরের অংশ ? নানারকম প্রশ্ন উঠছে এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে। যদিও সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি কোন প্রশাসনিক কর্তার কাছ থেকে। লোকসভা ভোটের প্রাক্কালে তড়িগড়ি মধ্য পারোকাটা ৬৮ নম্বর আইসিডিএস কেন্দ্রের ঘর ভাঙ্গা হয় সরকারি নির্দেশে। ‌ ঠিকাদার বালি পাথর ফেলায় ঘর তৈরির জন্য। পুরনো ঘর ভাঙ্গার কাজ শুরু হয়। ‌ পরবর্তী সময়ে কাজ থমকে যায় । কিন্তু ঘরের উপরের অংশের কোন খোঁজ পাওয়া যায়নি। কোথায় আছে সেই কাঠ সেই ঘরের টিন উত্তর পাওয়া যায়নি কোন প্রশাসনিক কর্তার কাছ থেকে। পার্শ্ববর্তী স্কুলের মিড ডে মিলের ঘরে চলছে আইসিডিএস কেন্দ্রের রান্নার কাজ। আইসিডিএস কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দিদিমণি মমতা রায় জানিয়েছেন মার্চ মাসে ঘর ভাঙ্গা হয়েছিল। ১৩৩ জন শিশু এবং মা রয়েছেন এই আইসিডিএস কেন্দ্রের অধীনে। সাত মাস অতিক্রান্ত হয়ে গেছে, ঘরভাঙ্গা এমন অবস্থায় কতদিন চলবে যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন খুব শীঘ্রই বড় ধরনের আন্দোলন হবে আইসিডিএস কেন্দ্র নিয়ে। ‌ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন তারা পরিষেবা থেকে বঞ্চিত আইসিডিএস কেন্দ্র। ‌ গ্রাম পঞ্চায়েত প্রধান কিংবা প্রশাসনিক কর্তা সবাই ঠুটো জগন্নাথ হইয়া আছেন ঘর তৈরি নিয়ে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।