সাংবাদিক (PRESS) নিগ্রহের প্রতিবাদে ধুপগুড়ি শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখালো সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাব। রবিবার সন্ধ্যা থেকে একটানা বিভিন্ন জায়গায় বিক্ষোভে সামিল হতে দেখা যায় সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাব এর সকল সদস্যদের(PRESS)। ধুপগুড়ি ডাক বাংলো থেকে সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাব এর সদস্যরা প্রতিবাদ মিছিল করে ধুপগুড়ি চৌপথি তে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়।
পরবর্তীতে সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাব এর সম্পাদক অর্ণব সাহার নেতৃত্বে আই জী উত্তরবঙ্গ কে অতিরিক্ত পুলিশ সুপারের মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনে সাংবাদিক নিগ্রহের ঘটনায় দোষী দের অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি চেয়ে স্মারকলিপি দেওয়া হয়। সাংবাদিকেরা বলেন , অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।
প্রসঙ্গত , শনিবার রাজ্য জুড়ে এক দফার পঞ্চায়েত নির্বাচন চলছিল সারা বাংলা জুড়ে। ঠিক সেই সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের নাথুয়ার ১৫/৪৮ বানিয়া পাড়া হাই স্কুলে শাসক দলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে সংবাদ সংগ্রহ করতে যায় সাংবাদিকেরা। অভিযোগ , সে সময় শাসক দলের ঘনিষ্ঠ গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত হতে হয় সাংবাদিকদের। গোটা ঘটনায় জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ জি খান্ডয়াল বলেন , বিষয় টি গভীর ভাবে খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।