আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশা বালিকা বিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হল গীতাঞ্জলি সঙ্গীত মহাবিদ্যালয়ের দুদিনব্যাপী তেত্রিশতম বার্ষিক উৎসব ও স্মারক পত্রিকা প্রকাশ অনুষ্ঠান।শনিবার এই অনুষ্ঠানের উদ্বোধন হয়। রবিবার রাতে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পন্ডিত বিষ্ণুনারায়ন ভাতখন্ডে, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথি বৃন্দ। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন অনুষ্ঠানের উদ্বোধক বারোবিশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার বসুমাতা। অতিথিরূপে উপস্থিত ছিলেন বারোবিশা উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তপতী সরকার, ওপেন ট্রুথ ইংলিশ স্কুলের পরিচালক কমল সারকি, প্রিন্সিপাল রুমা লাহিড়ী, এলাকার নাট্য ব্যক্তিত্ব বিষ্ণুপদ চক্রবর্তী সহ অন্যান্যরা। গীতাঞ্জলি সঙ্গীত মহাবিদ্যালয়ের সভাপতি মনোরঞ্জন বসাক জানান দুদিনের এই অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পরিবেশিত নৃত্য, সঙ্গীত, আবৃত্তি পরিবেশিত হবে এবং সর্ব ভারতীয় সংস্কৃতি ও সঙ্গীত পরিষদ এবং অন্যান্য বোর্ড আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় যেসব ছাত্র ছাত্রী কৃতিত্ব অর্জন করেছে তাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে মানপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রথম দিন মহাবিদ্যালয়ের বার্ষিক স্মারক পত্রিকাটিরও আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন পত্রিকা সম্পাদক সুব্রত সাহা। দুদিন ব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শ্রোতাদের মন জয় করে নেন মহাবিদ্যালয়ের কলা কুশলীবৃন্দ।
Alipurduar: গীতাঞ্জলি সঙ্গীত মহাবিদ্যালয়ের তেত্রিশতম বার্ষিক উৎসব ও স্মারক পত্রিকা প্রকাশ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper